সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সিলেট মহানগরীর শাহপরান উপশহর আবাসিক এলাকায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সুফিয়ান আহমদ গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাটি গ্রামের কমর উদ্দিনের ছেলে। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারী হিসেবে পরিচিত এবং গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুফিয়ানের বিরুদ্ধে গত ৫ আগস্টের পূর্বে জাফলং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং গোয়াইনঘাট থানায় বিজিবি ক্যাম্প লুটের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এছাড়া ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সংগঠিত করে বর্তমান সরকারের বিরুদ্ধে ‘ঝটিকা মিছিল’ করার মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
এদিকে অভিযোগ উঠেছে, গ্রেফতারের আগে সুফিয়ান আহমদ গণধোলাইয়ের শিকার হয়েছেন। শাহপরান এলাকায় তাকে চিনে ফেলার পর একদল লোক তাকে ব্যাপক মারধর করে আহত করে। খবর পেয়ে শাহপরান (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।