সুনামগঞ্জের জামালগঞ্জে স্থায়ী সিএনজি স্ট্যান্ড স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সাচনা বাজার বণিক কল্যাণ সমিতি ও উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে সাচনা বাজার সিএন্ডবি রোডের অস্থায়ী সিএনজি স্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাচনাবাজার বণিক কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাচনাবাজার বণিক কল্যান সমিতির সহসভাপতি ও সাবেক উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, সহসভাপতি ও সদর ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মো. আলাই মিয়া, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সহসাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বুরহান উদ্দিন, ইয়াসিন তালুকদার, বিভিন্ন ব্যবসায়ী, সিএনজি চালক, পরিবহন শ্রমিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় বক্তারা বলেন, জামালগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে সিএনজি চালিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত একটি স্থায়ী সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়নি। এতে বাজারের প্রধান প্রধান সড়ক ও সিএন্ডবি সড়কের দুপাশে যত্রতত্র যানবাহন দাঁড়িয়ে থাকছে। ফলে সড়কে চলাচল ব্যাহত হচ্ছে এবং বাজার এলাকায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজগামী শিক্ষক ও শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে।
ব্যস্ত সময়গুলোতে সাধারণ পথচারী ও ক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত একটি নির্দিষ্ট সিএনজি স্ট্যান্ড স্থাপন না করা হলে এ যানজট আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।