গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অর্থ জড়িমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায়, পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩টি মামলায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
জানা যায়, গোলাপগঞ্জ পৌরসভার দাড়িপাতন এলাকায় অবৈধভাবে মাটি কেটে পুকুর ভরাট করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা, পৌরসভার সরস্বতী এলাকায় অবৈধভাবে মাটি কেটে নিজ জমি ভরাট করার দায়ে ৭৫ হাজার টাকা এবং গোলাপগঞ্জ বাজারের একটি হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সহযোগিতা করেন।