বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গোলাপগঞ্জ উপজেলার ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলার আহবায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়।
বিজ্ঞপ্তিতে জামাল আহমদকে আহবায়ক, মোঃ তোফায়েল আহমদ চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহবায়ক, নিলু আহমদকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সব নেতাকর্মীকে মুক্তিযোদ্ধা দলের জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সমন্বয় করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।