মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে ট্রাক্টরভর্তি লোভার পাথরসহ দুইজন গ্রেফতার

সিলেটের কানাইঘাটে বন্ধ ঘোষিত লোভাছড়া পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহণের সময় ট্রাক্টরভর্তি লোভার পাথরসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মিজানুর রশিদ এবং একই এলাকার মৃত নুর উদ্দিনের পুত্র এখলিম হোসেন। বুধবার (১৩ জানুয়ারি) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কানাইঘাট থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চরিপাড়া লোভামুখ বাজার ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক্টরে পরিবহণকালে প্রায় ৫০ ঘনফুট লোভার পাথর জব্দসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

পাথর আটকের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) দুর্গা কুমার দেব বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোভাছড়া পাথর কোয়ারি দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও একটি অসাধু চক্র সেখান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে নিয়মিত পরিবহণ করে আসছে। অভিযোগ রয়েছে, এসব অবৈধ পাথর চরিপাড়া সুরমা নদীর ঘাট, আন্দুরমুখ বাজার, উজানফৌদ সুরমা নদীর ঘাট, মন্তাজগঞ্জ, দনা সুরমা বাজার এবং জকিগঞ্জের আটগ্রাম বাজার ঘাটসহ বিভিন্ন স্থানে মজুদ করে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।

এ বিষয়ে থানা পুলিশ জানিয়েছে, অবৈধ পাথর উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো