দায়িত্বে অবহেলা, নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক জ্যোৎস্না ইসলামকে শোকজ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) এনসিপি সিলেট মহানগর শাখার শৃঙ্খলা কমিটির প্রধান ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও জ্যোৎস্না ইসলাম সংগঠনের সিদ্ধান্ত, নির্দেশনা ও কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেননি। দীর্ঘদিন ধরে কমিটির কোনো সভায় তার অনুপস্থিতি এবং দায়িত্ব পালনে নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হচ্ছে।
এছাড়া সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক প্রকাশ্য পোস্টে তিনি দাবি করেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ গ্রহণে তার সম্মতি বা পূর্বানুমতি নেওয়া হয়নি এবং তিনি উক্ত পদ ও কমিটির সঙ্গে সংশ্লিষ্ট নন। একই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তার রাজনৈতিক অবস্থান ও আনুগত্য পূর্বের প্ল্যাটফর্মের সঙ্গেই অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের প্রকাশ্য বক্তব্য ও অবস্থান সংগঠনের শৃঙ্খলা, ভাবমূর্তি এবং সাংগঠনিক কার্যক্রমের জন্য ক্ষতিকর। একই সঙ্গে এটি একজন দায়িত্বপ্রাপ্ত নেতার কাছ থেকে প্রত্যাশিত দায়িত্ববোধ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।
এমতাবস্থায়, কেন তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না-সে বিষয়ে নোটিশ প্রাপ্তির তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে সন্তোষজনক জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বা প্রদত্ত জবাব অসন্তোষজনক হলে কোনো অতিরিক্ত নোটিশ ছাড়াই গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। শোকজের বিষয়টি গুরুত্বসহকারে গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক জ্যোৎস্না ইসলামকে জবাব প্রদানের জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে।