সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মাধবপুরে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় পাচারের সময় প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, শাড়ি ও জিরার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ জানুয়ারি) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল মহাসড়কের জগদীশপুর এলাকায় অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন ট্রাক তল্লাশি করলে পুরাতন কাগজের কার্টুনের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব ভারতীয় পণ্য পাওয়া যায়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে উন্নতমানের ভারতীয় শাড়ি, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস এবং বিপুল পরিমাণ জিরা। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।

অভিযান চলাকালে মালামালের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পণ্যগুলো অবৈধ ঘোষণা করে জব্দ করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশাল চালানটি আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে ও মহাসড়কে চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো