সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বেড়িবাধের পাশে পড়েছিল একটি এয়ারগান

বেড়িবাধের পাশে পড়েছিল  একটি এয়ারগান। র‌্যাবের কাছে খবর আসে। অতঃপর তারা অভিযান চালিয়ে এয়ারগানটি উদ্ধার করে।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

র‌্যাব জানায়- মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাব। এরই অংশ হিসেবে র‌্যাব সদস্যরা নসরতপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে প্লাস্টিকের বস্তায় রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার করা হয়।

তবে এয়ারগানটির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় র‌্যাব। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত এয়ারগানটি জিডি মূলে হবিগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো