দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিলে খন্দকার মুক্তাদির সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী নেত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি, সেই আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমাদের সবাইকে তার স্বপ্ন পূরনে কাজ করতে হবে।
সোমবার (১২ জানুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের শাহজালাল উপশহর একাডেমীতে ২২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম দূর্যোগময় মুহুর্তে জিয়ার পরিবারের অবদান অবিস্মরণীয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্নময় বাংলাদেশ নির্নিমাণে মরহুমা বেগম খালেদা জিয়া মৃত্যুর পূর্বমুহুর্তে পর্যন্ত কাজ করে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বেগম জিয়ার স্বপ্নপূরর্ণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা তাঁর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে হবে। আমাদের সবাইকে তাঁর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে হবে। আমাদের তারেক রহমানের নির্দেশনা মেনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রীর জন্য সবাই দোয়া করবেন।
২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
সভায় উপস্থিত ছিলেন মঞ্জুর আহমদ চৌধুরী, পিপি বদরুল আহমদ চৌধুরী, আব্দুল মালেক, এডভোকেট জোবের আহমদ খান, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাফর ইকবাল তারেক, আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, শামসুল হক, একেএম আহাদুস সামাদ, সাবেক কাউন্সিলর সালেগা কবীর শেপী, ওয়ার্ড মহিলা দলের সভাপতি রওশন আরা সিদ্দিকী (নুপুর), সাধারণ সম্পাদক সামসুন নাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকো ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপশহর বায়তুল নাজাত মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আসাদ বিন সিরাজ।