সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

খালেদা জিয়ার জীবন ও কর্মের আলো আগামী প্রজন্মকে পথ দেখাবে: ফয়সল চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল আপোসহীন নেতা নন, তিনি একটি আদর্শের নাম। তাঁর নাম ও আদর্শকে সর্বশক্তি নিয়োগ করেও ফ্যাসিবাদী স্বৈরাচার মুছতে পারেনি। বেগম জিয়ার জীবন ও কর্মের আলো আগামী প্রজন্মকে পথ দেখাবে, দেশ ও মানুষের জন্য লড়াই করে যেতে প্রেরণা যোগাবে। যতো দিন গণতন্ত্রের সূর্য উঠবে, খালেদা জিয়ার নাম তার আভায় উজ্জ্বল থাকবে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার রাত ৯টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল এই দোয়া মাহফিলের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন লক্ষীপাশা ইউনিয়নের ৪নং ওয়াডের্র বিএনপির সাবেক সভাপতি জুয়েল আহমদ চৌধুরী

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হুসেন খান জাকির, শামিম আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক একরাম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন মাসুদ আহমেদ, লায়েস আহমদ, আবুল হুসেন, জিরা মিয়া, শাহীন আহমদ, খসরু মিয়া, জসিম উদ্দিন, জামাল আহমদ, সামছু মিয়া, কটু মিয়া, বেলাল আহমদ, নিমার আলী, শিপলু, জয়নাল আহমদ, মলিক আহমদ, আসাব আলী, রুহুল, জুয়েল আহমদ, কামাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।

এই সম্পর্কিত আরো