সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বালি-পাথর লুট - গোয়াইনঘাটে বেপরোয়া সোহাগ বাহিনী বানিয়াচংয়ে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বিশ্বনাথে ব্যাংক চুরির চেষ্টা ব্যর্থ, অল্পটুকু অর্থ ও সামগ্রী নিয়ে চোররা পালালো হবিগঞ্জ-১ আসনে নাটকীয় সিদ্ধান্তের ইঙ্গিত, সরে যেতে পারেন শেখ সুজাত ওসমানীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২ সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সেলিম আহমদ জামালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল ঘিলাছড়া  দ্বিমুখী  উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছরপূর্তি উদযাপন জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযানে ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ধ্বংস ৫০টি নৌকা—অধরা বালু ব্যবসায়ী
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন

বানিয়াচং উপজেলার গণমাধ্যমকর্মীদের সংগঠন মডেল প্রেসক্লাব-এর বার্ষিক বনভোজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ষষ্ঠবারের মতো আয়োজিত এই বনভোজনটি গত শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

বনভোজন উপলক্ষে দিনভর আড্ডা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও আনন্দ-উল্লাসে মুখর ছিল পুরো আয়োজন। এতে মডেল প্রেসক্লাবের ২০ জন সদস্য ছাড়াও কয়েকজন আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ৮টায় মডেল প্রেসক্লাবের স্থানীয় কার্যালয়ের সামনে থেকে সদস্যরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। হবিগঞ্জের ধানসিঁড়ি রেস্টুরেন্টে সকালের নাস্তা শেষে তারা গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রাখেন। সকাল ১০টায় সাতগাঁও চা-বাগানের চা-কন্যা ভাস্কর্যে যাত্রাবিরতি দিয়ে ফটোসেশনে অংশ নেন সবাই।

পরে সকাল ১১টার দিকে হোটেল গ্র্যান্ড সুলতানে চা-চক্র ও ফটোসেশন শেষে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন সদস্যরা। এরপর লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরে দেখা ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ ভ্রমণ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পানসী হোটেলে মধ্যাহ্নভোজ শেষে ব্যক্তিগত কেনাকাটা সম্পন্ন করে সন্ধ্যার পর সবাই নিজ নিজ গন্তব্যে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

পুরো আয়োজনের নেতৃত্বে ছিলেন মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া। বনভোজনে অংশগ্রহণ করেন দৈনিক সবুজ সিলেট-এর প্রতিনিধি কাওছার আহমেদ রাসেল, প্রবাসী সাব্বির আহমদ, সাবেক সভাপতি সর্দার আজিমুল হক স্বপন, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ শেখ আলমগীর, দপ্তর সম্পাদক আনসার আলী, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য মোবাশ্বির আহমদ, ফারুক আহমদ, ইমরান আহমদ চৌধুরী, সাব্বির আহমদ শিবলী নোমানী, মো. নাসির উদ্দিন এবং সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ।

বনভোজন আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা।

এই সম্পর্কিত আরো

বালি-পাথর লুট গোয়াইনঘাটে বেপরোয়া সোহাগ বাহিনী

বানিয়াচংয়ে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিশ্বনাথে ব্যাংক চুরির চেষ্টা ব্যর্থ, অল্পটুকু অর্থ ও সামগ্রী নিয়ে চোররা পালালো

হবিগঞ্জ-১ আসনে নাটকীয় সিদ্ধান্তের ইঙ্গিত, সরে যেতে পারেন শেখ সুজাত

ওসমানীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন

কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সেলিম আহমদ

জামালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ঘিলাছড়া  দ্বিমুখী  উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছরপূর্তি উদযাপন

জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযানে ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ধ্বংস ৫০টি নৌকা—অধরা বালু ব্যবসায়ী