সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে পেলোডারের (বালু তোলার যন্ত্র) চাকায় পিষ্ট হয়ে পারভেজ আহমেদ (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের জুমপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ আহমেদ উপজেলার ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পেলোডার দিয়ে নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। ভোর ৬টার দিকে কাজ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেলোডারের চাকার নিচে পড়ে যান পারভেজ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, অবৈধ বালু উত্তোলন এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।