কুশিয়ারা মিডিয়া লিমিটেডের মাল্টিমিডিয়া ইনচার্জ সাদিকুর রহমান সেলিমের মাতা সাবিরুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসজনিত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর মরহুমার নিজ গ্রাম বড়চেগ-এর স্থানীয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে, সাবিরুন নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুশিয়ারা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা সম্পাদক এবং দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মজিবুর রহমান। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।