সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের দলীয় শৃঙ্খলা মেনে সুশৃঙ্খল পরিকল্পনা অনুসারে কাজ করতে হবে। বিএনপির লক্ষ্য ও আগামীর রাষ্ট্রভাবনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
শুক্রবার রাতে সিলেট নগরীর তোপখানাস্থ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে জেলা ও মহানগর যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভার শুরুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির নব-দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি দেশের উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেবে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, তা প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে নিতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আগামীর মুক্তি নিশ্চিত করবে।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান। সভায় জেলা ও মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।