বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিলেট জেলা যুগ্ম সম্পাদক লিটন আহমদ বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন মানবিক নেত্রী। তিনি আজীবন গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের জন্য লড়াই করে গেছেন। শত জুলুম-নিপীড়ন চালিয়েও ফ্যাসিস্টরা তাকে দমিয়ে রাখতে পারেনি। ম্যাডাম জিয়ার মৃত্যু জাতীয় রাজনীতিতে শুন্যতার সৃষ্টি করেছে। তবে তাঁর রাজসিক বিদায় শুধু বাংলাদেশ নয়, বিশ্ব রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আমরা তরুণ প্রজন্মের জিয়ার সৈনিকেরা বেগম খালেদা জিয়ার স্বপ্নের মানবিক বাংলাদেশ গঠন করতে চাই।
তিনি শুক্রবার (৯ জানুয়ারী) গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের কমলগঞ্জ বাজারে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
০৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন আহমেদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজির উদ্দিন, কৃষক দলের সভাপতি আব্দুর রহিম বাদশা, ৭ নং ওয়ার্ড বিএনপি, ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সিঙ্গার লিটন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য মুজিবুর রহমান, আব্দুল লতিফ, আব্দুল আহাদ,রাজন আহমদ রাজু, আব্দুল কাইয়ুম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নাজিম উদ্দিন, আব্দুল মুনিম, কমলগঞ্জ সিএনজি শাখা সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, বিএনপি নেতা ছালা উদ্দিন, শেহনাজ, ফজলুর রহমান, যুবদল নেতা জাহেদ আহমদ,জাহাঙ্গীর আহমদ, মিনহাজুর রহমান মুকুল, লিটু আহমেদ, শাবলু আহমেদ, মঞ্জুর আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন, লক্ষণাবন্দ ইউনিয়ন, উপজেলা ছাত্রদল আশফাক আহমদ, তোফায়েল আহমেদ সুমেল, হাছান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন চৌধুরীপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ ক্বারী রুমেল আহমদ।