সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় নিরলসভাবে সংগ্রাম করেছে।
তিনি আরো বলেন, দেশের এই সংকটময় সময়ে খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরও বলেন, নারী সমাজের অগ্রযাত্রায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। সিলেট মহানগর ও ৪২টি ওয়ার্ড মহিলা দলের নেত্রীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভবিষ্যতের আন্দোলন আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টায় নগরীর হাওয়াপাড়াস্থ সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজীর বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির সভাপতিত্বে ও সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজীর পরিচালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, ব্যবসায়ী গুলজার আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মহিলা দলের সহ সভাপতি আছমা আলম, সাংগঠনিক সম্পাদক রেহানা ফারুক শিরিণ প্রমুখ। এছাড় দোয়া মাহফিলে সিলেট মহনগর ও ৪২টি ওয়ার্ডের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।