আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মোহাম্মদ আবুল হাসান সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা, দোয়া ও পরামর্শ কামনা করেছেন।
রোববার জকিগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে অনেক সাংবাদিক ভাই তার সঙ্গে নির্বাচন বিষয়ে মতবিনিময়, সাক্ষাৎকার ও আলোচনা করতে আগ্রহ প্রকাশ করলেও নানাবিধ ব্যস্ততা ও পারিপার্শ্বিক কারণে পৃথকভাবে সময় দেওয়া সম্ভব হয়নি। সে কারণেই সবাইকে একত্রে পাওয়ার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমার আত্মার আত্মীয়। আমি আপনাদের কথা ও পরামর্শ শুনতে চাই, সিলেট-৫ আসন নিয়ে আমার চিন্তাধারা ও পরিকল্পনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।”
তিনি জানান, গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত শেষ কার্যদিবসে তিনি খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এবং গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসার কর্তৃক তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে মুফতী আবুল হাসান বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একজন সমাজসচেতন নাগরিক হিসেবে ২০০৪ সাল থেকে জকিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে এলাকার বঞ্চনা ও সমস্যার কথা সংশ্লিষ্ট মহলে তুলে ধরে আসছেন।
তিনি বলেন, “এই জনপদের মানুষের দুর্দশা আমি নিজের চোখে দেখেছি। কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই একটি সোচ্চার কণ্ঠের প্রয়োজনীয়তা অনুভব করেছি। সে কারণেই খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, ইতোমধ্যে দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে যে আস্থা, আবেগ ও উৎসাহ পাচ্ছেন, তাতে তিনি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী।
শেষে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সময়ে আপনাদের সহযোগিতা, দোয়া ও পরামর্শ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ সিলেট-৫ আসনের মানুষের প্রত্যাশা পূরণে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবো।”