শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা বৃহস্পতিবার (আজ) বিকাল ৫টায় উপজেলার মেজবান রেস্টুরেন্টের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. মঈন উদ্দিন মিলন, সহ-সভাপতি মো. মাসুক রানা, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল ও মো. তাজুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথে যেকোনো বাধা ও বিপত্তি সম্মিলিতভাবে মোকাবিলায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।

সভা শেষে আগামী মাসের কার্যক্রম ও পরিকল্পনা নির্ধারণসহ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সম্পর্কিত আরো