বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন। ওইদিন দুই ওলীর মাজার জিয়ারত শেষে জনসমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। বিএনপির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সবকিছু ঠিক থাকলে প্রতীক বরাদ্দের পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে আসবেন। তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
তিনি আরও বলেন, সিলেটের এই সমাবেশকে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ আয়োজনে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ২২ জানুয়ারি তারেক রহমান সিলেট আসবেন। বিএনপির প্রথা অনুযায়ী, তারেক রহমান দুই ওলীর মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি; জনসভার সম্ভাব্য স্থান দেখছি। কয়েক দিনের মধ্যে কর্মসূচি চূড়ান্ত হবে।
এর আগে সোমবার (৪ জানুয়ারি) বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, আগামী ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটে মাজার জিয়ারত শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় হবিগঞ্জে একটি জনসভায় বক্তব্য দেবেন।
এর আগের দিন সিলেট সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আগামী দুই এক দিনের মধ্যেই তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আমরা আশা করছি। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সিলেটে এসে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।”
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১১ জানুয়ারি ঢাকা সফরের মধ্যদিয়ে দেশব্যাপী সফর শুরু করছেন। প্রাথমিকভাবে চারটি জেলার সফরসূচি নির্ধারণ করা হয়েছে। ঢাকার পর ১৪ জানুয়ারি বগুড়া সফর শেষ করবেন। নির্বাচনী আচরণবিধির কারণে এ সফরে তিনি কোনো নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন না।
সফরকালে তারেক রহমান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহিদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, ১১ জানুয়ারি সকাল ৯-১০টার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। এরপর সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়ার কর্মসূচি শেষে তিনি রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও যাবেন।
১৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের কর্মসূচি শেষে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করে পুনরায় রংপুরে রাত্রিযাপন করবেন। সফরের শেষদিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফিরে আসবেন।
বিএনপি সূত্র জানায়, সিলেট থেকেই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।