শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট বাংলাদেশ যুব জোট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ যুব জোট, সিলেট জেলা শাখার সভাপতি এইচ এম জাকারিয়া সুমন ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেটের খোলা কাগজ-এর সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক বদরুর রহমান বাবর এবং ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার সৈয়দ জয়নাল আবেদিন আবিদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা যুব জোটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
উপস্থিত বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতের তীব্রতা বৃদ্ধির এই সময়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
বক্তারা আরও জানান, বাংলাদেশ যুব জোট জেলা শাখা শুরু থেকেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দেশের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।