বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে জামায়াত প্রার্থীদের কার কত সম্পদ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোটও। এবারের এই নির্বাচনে সিলেটের ৬টি সংসদীয় আসনে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন জামায়াতের অনেক হেভিওয়েট প্রার্থীরা।

নির্বাচনে অংশ নেয়া জামায়াত প্রার্থীরা সকলেই শিক্ষার দিক থেকে যেমন এগিয়ে তেমনি বার্ষিক আয় ও সম্পদেও অনেকটা বলিয়ান। প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বার্ষিক আয় দেখিয়েছেন সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান আর সবচেয়ে বেশী মামলার দিক থেকে এগিয়ে সিলেট-৬ আসনের আরেক প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তার বিরুদ্ধে রয়েছে ৪৩টি নিষ্পত্তিকৃত মামলা ও ১টি চলমান মামলা। জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে জামায়াত প্রার্থীদের বৈচিত্রময় তথ্য।

জানা যায়, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান শিক্ষাগত যোগ্যতায় কামিল। তার বিরুদ্ধে বর্তমানে কোনো চলমান মামলা নেই, তবে ১টি মামলা নিষ্পত্তি হয়েছে। পেশায় তিনি ব্যবসায়ী। হলফনামা অনুযায়ী তাঁর বার্ষিক আয় ২০ লাখ ৫২ হাজার ২৮০ টাকা, তবে তার স্ত্রীর কোনো আয় নেই। অস্থাবর ও স্থাবর সম্পদ মিলিয়ে তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৪ লাখ টাকা।

সিলেট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হান্নান শিক্ষাগত যোগ্যতায় এম.কম ডিগ্রিধারী। পেশায় তিনি ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, তবে ১টি মামলা ছিল তা নিষ্পত্তি হয়েছে। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ৯ লাখ ৫৪ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮২ লাখ ৩৫ হাজার ৬১১ টাকা এবং স্থাবর সম্পত্তি রয়েছে ৭৮ লাখ ৭ হাজার ৩৭৮ টাকা। তার নামে কোনো ঋণ নেই।

সিলেট-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী লোকমান আহমদ শিক্ষাগত যোগ্যতায় কামিল। পেশায় তিনি ব্যবসায়ী। তার বিরুদ্ধে বর্তমানে ৩টি মামলা চলমান ও ইতোমধ্যেই ১০টি মামলা নিষ্পত্তি হয়েছে। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ৫ লাখ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ২১ লাখ টাকা এবং স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ১৯২ টাকা। সব মিলিয়ে তিনি ছয় আসনের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক।

সিলেট-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জয়নাল আবেদীন শিক্ষাগত যোগ্যতায় এমএসএস ডিগ্রিধারী। পেশায় তিনি ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, তবে ৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৫ লাখ ৩৫ হাজার টাকা। হলফনামা অনুযায়ী তাঁর ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৯ লাখ ২২ হাজার ৮৭৯ টাকা।

সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান শিক্ষাগত যোগ্যতায় কামিল। পেশায় তিনি ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, তবে ২২টি মামলা নিষ্পত্তি হয়েছে। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৫২ হাজার ৮৭০ টাকা। হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পদের পরিমাণ ২৪ লাখ ৫২ হাজার ৮৭০ টাকা।

সিলেট-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন শিক্ষাগত যোগ্যতায় এমএ ডিগ্রিধারী এবং পেশায় ব্যবসায়ী। তার বিরুদ্ধে বর্তমানে ১টি মামলা চলমান এবং ৪৩টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা এই ছয় আসনের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ। হলফনামা অনুযায়ী তাঁর বার্ষিক আয় ৭ লাখ টাকা এবং ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৫৫ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

এই সম্পর্কিত আরো