বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

প্রজাতন্ত্রের মালিক জনগণ, ভোট হবে উৎসবমুখর : হবিগঞ্জের ডিসি আরেফীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কঠোর ও নিরপেক্ষ অবস্থানের বার্তা দিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেছেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে। ভোটের মাঠে প্রশাসন শতভাগ নিরপেক্ষ থাকবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলা হল রুমে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাজিদুল ইসলাম, চা বাগানেরব শ্রমিক নেতা স্বপন সাঁওতালসহ অনেকেই। 

দীর্ঘদিন যাবৎ দেশের ভোটারদের একাংশের ভোট দিতে না পারার বিষয়টি উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০-৩৫ বছর, তারা কিন্তু ভোটই দিতে পারেননি এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এবার বন্ধ্যাত্বের অবসান হবে।

তিনি আরও যোগ করেন, নির্বাচনি বন্ধ্যাত্ব ঘোচানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা চাই আপনাদের এলাকায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক।

এই সম্পর্কিত আরো