বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

খালেদা জিয়ার আদর্শ মেনে আমাদের পথ চলতে হবে : অ্যাড. এমরান চৌধুরী

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের রাজনৈতিক জীবনের মহিরুহ ছিলেন। তাঁর রেখে যাওয়া আদর্শ মেনেই আমাদের পথ চলতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপার্সন মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দুআ মাহফিলপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী আরও বলেন- এমন কোনো কাজ করা যাবে না, যাতে আমাদের অভিভাবকের আত্মা কষ্ট পায়। বেগম খালেদা জিয়া সারাটা জীবন দেশের মানুষের তরে উৎসর্গ করেছেন। যার ফলে তাঁর উপর নেমে এসেছে স্বৈরশাসকের অবর্ণনীয় নির্যাতনের খড়গ। অপরদিকে, সিক্ত হয়েছেন পুরো দেশবাসীর ভালোবাসায়। আল্লাহ এসবের ওসিলায় যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।

৭নং ওয়ার্ডের বিশিষ্ট মুরুব্বি আনাই মিয়ার বাড়িতে রাত ৮টায় আয়োজিত এ দুআ মাহফিলে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব খাঁন (মাস্টার)।

শেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম তাজুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপি উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, শিশু বিষয়সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, সহ-বাণিজ্যবিষয়ক সম্পাদক তামিম এহিয়া আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক সম্পাদক সাইফুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জামিল আহমদ চৌধুরী ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক আল নবী চৌধুরী শিপন।

আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা শামিম আহমদ, কামরুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা মিছবাহ উদ্দিন, শেওলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছিত, সিলেট জেলা ছাত্রদেলর সাবেক নেতা আব্দুল লতিফ খাঁন, সিলেট জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য তানভীর আহমদ, সিলেট জেলা যুবদলের সহ*সভাপতি হোসেন আহমদ দুলন, সহ-মৎসবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শাহনুর আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুবাস, যুগ্ম-আহবায়ক সাব্বির আহমদ চৌধুরী, আব্দুল গনি, এনাম উদ্দিন দিলাল, উপজেলা যুবদলের সদস্য জাবের আহমদ, সরোয়ার খাঁন, সোহেল আহমদ, মুছলেহ উদ্দিন, জয়নাল আহমদ, রুহুল আমিন রুহেল, সুবেদ আহমদ, আমির উদ্দিন, বুরহান উদ্দিন, সেলিম আহমদ, নাছির উদ্দীন ও মফিক আহমদ প্রমুখ।

এই সম্পর্কিত আরো