মাদকের ভয়াবহ ছোবলে হারিয়ে যাচ্ছে অনেক সম্ভাবনাময় তরুণ। এই মাদকাসক্তির হাত থেকে রেহাই পাচ্ছে না যুবক ও তরুণ সমাজ। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে এবং মাদক সেবনের বিরুদ্ধে একাট্টা হওয়ার ঘোষণা দিয়েছেন জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সংবাদপুর গ্রামের সচেতন গ্রামবাসী।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সংবাদপুর গ্রামবাসীর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে উপস্থিত সবাই মতামত তুলে ধরেন।
সোমবার রাতে সংবাদপুর গ্রামে অনুষ্ঠিত মাদকবিরোধী প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের এবং মাদক গ্রহণকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন গ্রামের মুরুব্বি আব্দুল হাকিম। গ্রামের যুবক আলী হোসেন সভাটি সঞ্চালনা করেন। এতে বক্তব্য রাখেন জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জামির আহমদ, যুবদলের সভাপতি ইয়াছিন আহমদ, গ্রামবাসী গনি ভূঁইয়া, দুলাল মিয়া, ইকবাল হোসেন, জাকির হোসেন, নবী হোসেন, ইকরাম আহমেদ, ডা. জাহাঙ্গীর আলম, কুদ্দুস মিয়া, নুর মোহাম্মদ প্রমুখ।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী বলেন, সংবাদপুর গ্রামে মাদকবিরোধী এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। উপজেলার প্রতিটি গ্রামের মানুষ যদি এভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন অপরাধ নির্মূলে এগিয়ে আসে, তাহলে সমাজ থেকে অপরাধ অনেকাংশে কমে যাবে। জামালগঞ্জ থানা পুলিশ মাদক, চোরাচালান ও জুয়ার বিরুদ্ধে আপনাদের পাশে রয়েছে। আমি এখানে যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।