সুনামগঞ্জের দোয়ারাবাজারে নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেও এসএসসি পরীক্ষার সুযোগ পেতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে এক শিক্ষার্থী। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম ইফতেখার হোসেন। সে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্কুল সূত্রে জানা গেছে, সকালে ইফতেখার হোসেন স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজের সাথে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে সে।
ছাত্রের 'পরীক্ষা দিতে দেবেন কি না'—এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক তার কাছে অকৃতকার্য হওয়ার বিষয়ে জানতে চাইলে সে নির্লিপ্তভাবে জানায়, সে সাত বিষয়ে ফেল করেছে। এরপরই ইফতেখার আরও কয়েকজন শিক্ষার্থীকে সাথে নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই অচলাবস্থা চলে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, ইফতেখার নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে সে আজ স্কুলে এসে আমার সাথে অসদাচরণ করে এবং কক্ষে তালা লাগিয়ে দেয়।
অভিযুক্ত শিক্ষার্থীর বাবা আব্দুল আজিজ জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন, আমি রাজনীতি করি ঠিকই, কিন্তু আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এ প্রসঙ্গে বলেন, "বিষয়টি সম্পর্কে আমি এখনও বিস্তারিত জানি না। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।"