সুনামগঞ্জে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামী মাসুক মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। সে জেলার বিশ্বম্ভরপুর থানার হালাবাদী গ্রামের হারুন অর রশীদের ছেলে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
র্যাব সোমবার (৫ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকা থেকে মাসুককে গ্রেফতার করা হয়। পরে তার জ্যাকেট তল্লাশি চালিয়ে পলিথিন দিয়ে মোড়ানো ৮৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মাসুক মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও তাহিরপুর থানার বিশেষ ট্রাইব্যুনাল ৭৮/১৫ নং মামলায় দুবছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুক।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।