সিলেটের জকিগঞ্জ উপজেলায় থানা পুলিশের কৌশলী অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের সর্দার আলী আহমদ (৪৪) কে গ্রেফতার করা হয়েছে। তিনি জকিগঞ্জ উপজেলার হাড়িকান্দি গ্রামের মৃত শফিকুর রহমান সবু মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় জকিগঞ্জ থানার এসআই ইমতিয়াজ সরকার ছদ্মবেশ ধারণ করে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে রবিবার (৪ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫ টার দিকে জকিগঞ্জ বাজার এলাকা থেকে আলী আহমদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলী আহমদ একজন চিহ্নিত আন্তজেলা ডাকাত চক্রের সর্দার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা মোট ১২টি ডাকাতির মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে থেকে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এসআই ইমতিয়াজ সরকারের কৌশলী পরিকল্পনা ও সাহসী ভূমিকায় এই গ্রেফতার সম্ভব হয়েছে বলে জানায় পুলিশ। এ অভিযানের মাধ্যমে জকিগঞ্জ এলাকায় অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।