গোলাপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুন্দিশাইল বাজার থেকে রাহিন আহমদ (৩০) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে। আটককৃত রাহিন আহমদ (৩০) আমুড়া ইউপির সুন্দিশাইল গ্রামের সহিবুর রহমান ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক সাইদ আহমদ জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরন করা হবে।