ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রেজাউল মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। আরেক তরুণ। শনিবার সন্ধ্যায় ছাতক পৌর শহরের রহমতভাগ সুরমা ব্রিজের দক্ষিণাংশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল উপজেলার নোয়ারাই ইউনিয়নের চানপুর (বড়গল্লা) গ্রামের মো. আব্দুল মোছাব্বির মিয়ার ছেলে। গুরুতর আহত রাহিদ আলম শুভকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই গ্রামের মাহবুব আলম সোহেলের ছেলে।
এ নিশ্চিত করে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পেপারমিল সংলগ্ন ২ নম্বর ব্রিজ থেকে আনুমানিক ৫০ গজ দক্ষিণে একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রেজাউল মিয়ার মৃত্যু হয় এবং শুভ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে অজ্ঞাতনামা গাড়িটি দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।