জামালগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকনূর।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জয়নাল আবেদীন। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান, জামালগঞ্জ সদর ইউপি প্যানেল চেয়ারম্যান নূরুল হুদা, জামালগঞ্জ উত্তর ইউপি প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন, বেহেলী ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
সভায়, বক্তাগন বলেন, দেশ এখন নির্বাচনমূখী। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এছাড়াও সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন পুলিশ ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করার পাশাপাশি সচেতনত বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।