মৌলভীবাজারের কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) কুলাউড়া সদর ইউনিয়নের নবীপুরী বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাছনা-মমতাজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এএফএম ফৌজি চৌধুরী, কুলাউড়া সদর ইউনিয়নের সদস্য মো. ছালিক আহমেদ, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এএফএম ফৌজি চৌধুরী বলেন, “আমরা ২০০৫ সাল থেকে আর্তমানবতার পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে আন্তরিকতা সবচেয়ে বেশি প্রয়োজন। যতদিন বেঁচে আছি, একজন সাধারণ মানুষ হিসেবেই মানবিক কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের সুরক্ষা ও কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা জরুরি। এসময় তিনি সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর প্রতি অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।