সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ৪৭ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল, ৫ জনের ভাগ্য ঝুলে আছে

সিলেটের ছয়টি আসন থেকে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে ৫ জনের মনোয়নপত্র স্থগিত ও ৭ জনের বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকীদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

শনিবার মনোনয়ন পত্র যাছাই বাছাই শেষে এসব তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সিলেটে মনোয়ন পত্র স্থগিত ৫ জনের মধ্যে দুজন বিএনপির প্রার্থী। এদের একজন সিলেট-৩ আসনের প্রার্থী এমএ মালিক ও অপরজন সিলেট-৬ আসনের প্রার্থী ফয়সল চৌধুরী।

হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষতি’ আর পেশা ‘কিছুই না’ লিখে আলোচিত এমএ মালিক দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাছাই বাছাইয়ের জন্য তার মনোনয়নপত্র স্থগিত করা হয়।

এমএ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন। গত বছর ৫ আগস্টে পট পরিবর্তনের পর তিনি দেশে আসেন। বিএনপি থেকে সিলেট-৩ আসনেতোকে মনোনয়ন দেওয়া হয়।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামায় এমএ মালিক জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে এ সংক্রান্ত কাগজপত্র জমা দেননি মালিক।

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে আয়কর সংক্রান্ত কাগজ জমা না দেওয়ায়।

এ আসনে দুই জনকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রদান করা হয়েছিলো। ফয়সলের মনোনয়ন স্থগিত হলেও বৈধ ঘোষিত হয় বিএনপির অপর প্রার্থী এমরান আহমদ চৌধুরীর।

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র নিয়ে জটিলতার কারণে সিলেট-১ আসনের এনসিপির প্রার্থী এহতেশামুল হকেরও মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা এহেতেশামুল হকের হলফনামা থেকে জানা গেছে, তিনি চলতি বছরের ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

তবে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাছাই বাছাই শেষে রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

এই তিনজন ছাড়া সিলেট-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মুজিবুর রহমান ও সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এদিকে, সিলেট ২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াসের মনোনয়নপত্র বাতিল রা হয়েছে। এ আসনে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে বিএনপির মনোনিত প্রার্থী ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়া লুনার ছেলে আবরার ইলিয়াসের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

সিলেট -২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুস শহিদেরও মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সিলেট ৩ আসনে দুই স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারদের দেওয়া তথ্যে গরমিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়।

সিলেট- ৪ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাঈদ আহমদ, সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাঈফুদ্দিন খালেদ ও সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচনের তফসীল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে রোববার পর্যন্ত। আপিল শুরু হবে আগামী ৫ জানুয়ারি। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

এই সম্পর্কিত আরো