আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জমা পড়া সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। যাচাই-বাছাই শেষে এই আসনের মোট ৬ জন প্রার্থীর সবাই নির্বাচনে লড়ার যোগ্যতা অর্জন করেছেন।
শনিবার (৩রা জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, দাখিলকৃত ৬টি মনোনয়নপত্রই ত্রুটিমুক্ত পাওয়ায় সেগুলো বৈধ বলে গৃহীত হয়।
যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, বিএনপি সমমনা জোট মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, স্বতন্ত্র প্রার্থী সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (মামুন), জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, জাতীয়পাটির মনোণীত প্রার্থী জাপার কেন্দ্রেীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোণীত প্রার্থী মাওলানা মুফতি আবুল হাসান, মুসলিমলীগ মনোণীত প্রার্থী মাওলানা বিলাল উদ্দিন।