সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জ কৃষকদল সভাপতির বিরুদ্ধে মামলা

সিলেটের কোম্পানীগঞ্জে এক যুবককে মারধর ও অপহরণের ঘটনায় উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর আলমসহ ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে। উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের পুত্র জাকির মিয়া বাদী হয়ে গত ২৪ ডিসেম্বর অভিযোগ দায়ের করার পর পুলিশি তদন্ত শেষে ১ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলার এজাহার ও বাদী জাকির মিয়ার অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি আলমগীর আলম ও তাঁর সহযোগীরা এলাকায় প্রভাবশালী এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। গত ২৪ ডিসেম্বর অভিযুক্তরা জাকির মিয়ার বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং জোরপূর্বক তাঁর ভাই আবদুল্লাহর হাত-পা ও মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর আবদুল্লাহকে নির্দয়ভাবে মারধর করা হয়, যার ফলে তাঁর হাতের হাড় ফেটে গুরুতর জখম হয়।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আবদুল্লাহকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর আঘাতের মাত্রা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাদী জাকির মিয়া বলেন, আমি একজন নিরীহ শ্রমিক। আলমগীর আলম ও তাঁর ভাইরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা প্রভাব খাটিয়ে আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে। আমি এই অন্যায়ের বিচার চাই।"


মামলার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) জগৎ জ্যোতি দাস জানান, অভিযোগের সত্যতা পেয়ে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

এই সম্পর্কিত আরো