সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সালমান আহমদকে (২৭) গ্রেফতার করা হয়। তিনি লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে।
এদিকে একই রাতে পুলিশের পৃথক অভিযানে একটি ওয়ারেন্টভুক্ত মামলার ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— বাউরভাগ ৪র্থ খণ্ড (নয়াখেল) গ্রামের বশির আহমদের পুত্র আজির উদ্দিন, তার পুত্র সামছুদ্দিন ও ভাই কামরান আহমদ।
কানাইঘাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও ওয়ারেন্ট রয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) যথাযথ প্রক্রিয়ায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।