সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ১৯ দিনেও শুরু হয়নি ২৭ বাঁধের কাজ, ‘অপ্রয়োজনীয়’ বরাদ্দে অনিয়মের আশঙ্কা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে নীতিমালা অনুযায়ী কাজ শুরুর ১৯ দিন পার হলেও এখনো অধিকাংশ প্রকল্পের কাজ শুরু হয়নি। তিনটি হাওরের ২৭টি পিআইসিতে (প্রকল্প বাস্তবায়ন কমিটি) কোনো কার্যক্রম না দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ‘হাওর বাঁচাও আন্দোলন’ জামালগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ। একইসাথে অনেক অক্ষত বাঁধে ‘অপ্রয়োজনীয়’ অতিরিক্ত বরাদ্দ দিয়ে সরকারি অর্থ অপচয়ের অভিযোগও তুলেছেন তারা।

শনিবার দিনব্যাপী হালি, শনি ও মহালিয়া হাওরের ২৭টি পিআইসি সরেজমিনে পরিদর্শন শেষে নেতৃবৃন্দ এসব তথ্য জানান।

উপজেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার হালি, পাগনা, মিনি পাগনা, শনি, মহালিয়া ও জলভাঙা হাওরে ৪১টি পিআইসির বিপরীতে মোট ৭ কোটি ৬৪ লক্ষ ৬১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু করার কথা থাকলেও শনিবার পর্যন্ত ২৭টি প্রকল্পের কোনোটিতেই কাজ শুরুর লক্ষণ দেখা যায়নি। এমনকি কোনো প্রকল্প এলাকায় সাইনবোর্ডও টাঙানো হয়নি।

পরিদর্শনকালে হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ আব্দুর রব বলেন, “আমরা তিনটি হাওরের ২৭টি প্রকল্প ঘুরে একজন পিআইসি সদস্যকেও পাইনি। অনেক বাঁধে মাটি অক্ষত থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। এতে সরকারের অর্থ অপচয়ের স্পষ্ট সম্ভাবনা রয়েছে।”

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বিন বারী বলেন, “অক্ষত বাঁধে বেশি বরাদ্দ নিয়ে জনমনে গুঞ্জন সৃষ্টি হয়েছে। আমরা পাউবো কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। বাঁধের কাজে যেকোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

কাজে ধীরগতির বিষয়ে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি বলেন, “২৮শে ডিসেম্বর ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। অনেক পিআইসি গাড়ি বা যন্ত্রপাতির চুক্তিতে ব্যস্ত থাকায় কাজ শুরু করতে দেরি হচ্ছে। আশা করি দ্রুত শুরু হবে।” দূর থেকে মাটি আনতে হচ্ছে বলে বরাদ্দ কিছুটা বেড়েছে বলে দাবি করেন তিনি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অঞ্জন পুরকায়স্থ, আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম আখুঞ্জি, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো