সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজার-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


আজ সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন। যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীকে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালানোর জন্য অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।


রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিস ও ১০ দলীয় জোটের প্রার্থী মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নূর তালুকদার, গণফ্রন্টের প্রার্থী শরিফুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাওলানা বেলাল আহমদ।


মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে মৌলভীবাজার-১ আসনে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হলো। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের অংশগ্রহণে এই আসনে উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। এখন ভোটারদের রায়ই নির্ধারণ করবে কার হাতে যাবে এই আসনের প্রতিনিধিত্ব।

এই সম্পর্কিত আরো