সিলেটের বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার দুই দিনব্যাপী শতবর্ষ অনুষ্ঠান। শনিবার (৩রা জানুয়ারি) সকালে মাদ্রাসা মাঠে শতাধিক রঙিন বেলুন উড়িয়ে এই ঐতিহাসিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
শতবর্ষ উপলক্ষে পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থীর পদচারণায় মাদ্রাসা ক্যাম্পাস এক ‘মহামিলন মেলায়’ পরিণত হয়েছে। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা নাসিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, "সমন্বিত শিক্ষার নামই হচ্ছে আলিয়া মাদ্রাসার শিক্ষা। একজন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও দ্বীনি জ্ঞানের সুসমন্বয় থাকে। সন্তানদের মাদ্রাসায় পড়ান, তারা দুনিয়াতে যেমন সম্মানিত হবে, ইনশাআল্লাহ পরকালেও সম্মানিত হবেন।"
নিজের জীবনের উদাহরণ টেনে তিনি আরও বলেন, "আমরা মাদ্রাসায় পড়ে আজ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হয়েছি। আল্লাহ দুনিয়াতে অনেক সম্মান দিয়েছেন। সম্মান মানে শুধু গাড়ি-বাড়ি বা টাকা-পয়সা নয়। শিক্ষার্থীরা যদি আজ থেকে পড়াশোনায় সিরিয়াস হয়, তবে তারা জগৎ বিখ্যাত আলেম হয়ে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে পারবে।"
তিনি আরও উল্লেখ করেন, মুসলিম মনীষী ইবনে সিনা ও ইমাম গাজ্জালীরা যেমন জ্ঞান-বিজ্ঞানে দক্ষ ছিলেন, তেমনি তারা ছিলেন হাফেজে কোরআন। সমাজকে অন্ধকার থেকে মুক্ত করতে ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারের কোনো বিকল্প নেই।
শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে এবং বাংলাদেশ বেতারের উপস্থাপক মাসুম জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক জমির উদ্দিন আনসারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান চৌধুরী, সাবেক অধ্যক্ষ এ কে এম মনোত্তর আলী, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজসহ আরও অনেকে।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে বিশেষ দোয়া, শতবর্ষের স্মারক ‘আল-আযহার’-এর মোড়ক উন্মোচন, মরণোত্তর পদক প্রদান, স্মৃতিচারণ ও নিসর্গ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ইসলামি সংগীত।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষানুরাগীগণ।
স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের আবেগঘন মুহূর্তগুলো তুলে ধরেন। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানমালা আগামীকাল সমাপনী ও বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হবে।