ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করা ৩৯জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছ।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সময় ৫টি নির্বাচনী আসনের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ নেজামে ইসলামের মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের মুখলেছুর রহমান। সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব। সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মো. মাহফুজুর রহমান খালেদ, হোসাইন আহমেদ। সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম, এলডিপির মো. মাহফুজুর রহমান খালেদ (তুষার)। সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আলী তালুকদার, জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে নিদিষ্ট সময়ের মধ্যে তাদের আপিলের সুযোগ রয়েছে।