শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামে একটি গুরুত্বপূর্ণ সড়ক ও পুরনো ব্রিজের বেহাল অবস্থায় চরম আতঙ্ক ও ভোগান্তিতে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
শান্তিগঞ্জ–আস্তমা সড়কের সুলতানপুর গ্রামের মোড়ে আসমান আলীর বাড়ি সংলগ্ন ড্রেন থেকে এমরান মিয়ার বাড়ি পর্যন্ত সিবিআরএমপি সড়ক এবং এর মধ্যবর্তী একটি পুরনো ব্রিজ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস সুলতানপুর গ্রামে। এই সড়ক দিয়েই প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীসহ বয়স্ক মানুষ, রোগী ও সাধারণ জনগণ যাতায়াত করে থাকেন। ২০০০ সালে সিবিআরএমপি প্রকল্পের আওতায় সড়কটি পাকা করা হলেও দীর্ঘদিন কোনো সংস্কার কাজ না হওয়ায় বর্তমানে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় রড বের হয়ে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে সড়কটি পানিতে তলিয়ে যায়। বিশেষ করে ২০০৪ ও ২০২২ সালের ভয়াবহ বন্যায় সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে অসুস্থ শিশু, রোগী ও সন্তানসম্ভবা নারীদের হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এছাড়া সড়কের মধ্যবর্তী অংশে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত প্রায় ৩৫ বছর পুরনো একটি ব্রিজ বর্তমানে নড়বড়ে ও ভেঙে পড়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এই আশঙ্কায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।
বেহাল সড়ক ও ঝুঁকিপূর্ণ ব্রিজের কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জনদুর্ভোগ লাঘব ও সম্ভাব্য প্রাণহানি এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২২ ডিসেম্বর সুলতানপুর গ্রামবাসীর পক্ষ থেকে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে সুলতানপুর গ্রামের সালিশ ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপি নেতা মো. সিরাজ মিয়া বলেন, “এই রাস্তা নিয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি—কখন কী ঘটে যায় বলা যায় না। ইতোমধ্যে গ্রামের কয়েকজন দুর্ঘটনার শিকার হয়ে হাত-পা ভেঙেছেন। আমরা আশাবাদী, দ্রুত এই রাস্তার সংস্কার হবে এবং ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করা হবে।”
সুলতানপুর গ্রামের বাসিন্দা মাস্টার ফয়জুল হক বলেন, “এই রাস্তা ও ব্রিজ দিয়ে চলাচল আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। রাস্তার রড এমনভাবে বের হয়ে আছে যে, যে কেউ যেকোনো সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। আমরা দ্রুত রাস্তা সংস্কার ও একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম বলেন, “আমি স্থানটি পরিদর্শন করেছি। সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে উপজেলা এলজিইডি থেকে প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং অনুমোদন সাপেক্ষে খুব শীঘ্রই কাজ শুরু হবে।”
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, “সুলতানপুর গ্রামবাসী রাস্তা ও ব্রিজ সংস্কারের জন্য একটি আবেদন করেছেন। এলাকাবাসীর সুবিধার কথা বিবেচনা করে আবেদনটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”