সিলেট-৪ আসনে এনসিপির প্রার্থী রাশেল উল আলমের মনোনয়ন পত্র অবশেষে বৈধ বলে ঘোষিত হয়েছে।
জানা যায়, শনিবার সকালে মনোনয়ন পত্র যাছাই বাছাইকালে রাশেলের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয়। এসময় রাশেলের মনোনয়নপত্র আরও অধিক যাছাই-বাছাইয়ের জন্য স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার উল আলম। পরে রাশেল উল আলম তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার সপক্ষে প্রমাণ দেখালে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়।
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেন।
সিলেট-৪ আসনে এনসিপির প্রার্থী মো. রাশেদ উল আলম একসময় যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করতেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন।