লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর পরিবহনের অপরাধে হাইড্রোলিক ড্রাম ট্রাক ভর্তি ২’শ ঘন ফুট পাথর আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) রাতে থানা পুলিশ পৌরসভার পল্লীবিদ্যুৎ মোড়ে এক অভিযান চালিয়ে ট্রাক ভুর্তি পাথর সহ ২জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বড়চতুল গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র কামরুল ইসলাম (২৭) ও বড়গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র কিবরিয়া (২২)।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমুলক জবানবন্ধিতে জানায় পাথরের মালিক মখলিছ ও আল আমিন। এ ঘটনায় থানার এসআই শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে গ্রেফতারকৃত ২জন সহ মখলিছ ও আল আমীনকে আসামী অবৈধভাবে কোয়ারী থেকে চুরি করে পাথর পাচারের অপরাধে মামলা দায়ের করেন।
থানার মামলা নং- ০২(০১)২৬। গ্রেফতারকৃত ২জনকে শুক্রবার (২ জানুয়ারী) পুলিশ আদালতে প্রেরণ করেছে। জব্দকৃত পাথরের মুল্য প্রায় ৪০হাজার টাকা।
কানাইঘাট থানা পুলিশ এক প্রেস নোটে তথ্যটি নিশ্চিত করেছে। এছাড়াও থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর পরিবহনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।