ইসলামী দলগুলোর সমন্বয়ের গঠিত ১০ দলীয় জোট থেকে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী।
বৃহস্পতিবার বিকালে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ক্লাবের কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় ১০ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী বলেন, সিলেট-২ আসন থেকে আমি (মুনতাছির) ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছি। হিংস্বা-বিদ্বেশ ও দখলধারী-চাঁদাবাজির রাজনীতি পরিহার করে, আমাদেরকে দেশ ও জাতির পক্ষে থেকে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনের পূর্বে নিজেকে নির্বাচিত না ভেবে, জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ার মন-মানসিকতা তৈরী করতে হবে। আর সুস্থ ধারার রাজনীতি করতে সবার জন্য সমান রাজনৈতিক ফিল্ড তৈরী করতে হবে সরকারকে।কারণ রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে রাজনীতিতে কোন অবস্থায় প্রতিহিংসা থাকতে পারে না।
মুনতাছির আলী আরও বলেন, নির্বাচনে ‘হ্যাঁ ভোট’কে জয়যুক্ত করে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে ১০ দলীয় জোট। জনগণের ভোটে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের আশা পূরণ করবো। নতুন বাংলাদেশ বিনির্মানে ১০ দলীয় জোট প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমাকে কোন একক দলের না ভেবে জোটের একজন প্রার্থী হিসেবে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানাই। আর আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে শাসক হয়ে নয়, একজন সেবক হিসেবে আপনাদের সেবা করে যাব সততা ও নিষ্ঠার সাথে। মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।