বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সভা অনুষ্ঠিত

হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সুনামকন্ঠ জামালগঞ্জ অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিন বারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই সভাপতি সকলের সাথে কুশল বিনিময় করেন।

হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সদস্য মোঃ আব্দুর রব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব পেশ করেন। হাওরের বাঁধ বেড়িবাঁধ নিয়ে আলোচনা করেন, হাওর বাঁচাও আন্দোলনের সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, মোঃ আজিজুর রহমান, ওয়ালী উল্ল্যাহ সরকার, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মুরাদ, আলতাফুর রহমান, খান মোঃ মোজাম্মেল হক, সদস্য আবুল কাসেম, মনোব্রত চক্রবর্তী, খুরশিদ আলম প্রমূখ।

আলোচনায় বক্তরা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ ধীরগতিতে চলছে। অনেক বাঁধ প্রায় অক্ষত থাকলেও প্রকল্পে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। বাঁধের কাজে কোন ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সঠিক সময়ের ভিতরে বেড়ি বাঁধের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান বক্তরা।

সভায় হালি ও পাগনার হাওর সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত হয়।

এই সম্পর্কিত আরো