সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক যুবকের নাম নূরে আলম (২২)। সে জকিগঞ্জের আমলশীদ গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আমলশীদ ক্যাম্পের একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি শুরু করে। বুধবার দুপুরে আমলশীদ ক্যাম্প সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করে বিজিবি। পরে তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছে যে, সে ইয়াবাগুলো সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, "বিজিবি কর্তৃক আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় নথিপত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।"
সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি সংশ্লিষ্টরা জানান, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যাতে সীমান্ত ব্যবহার করে মাদক পাচার করতে না পারে, সেজন্য সীমান্ত জুড়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জননিরাপত্তা রক্ষায় এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।