“সঠিক পথে ক্রীড়া, শক্তিশালী আগামী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া কম্পাস কিডস অ্যাথলেটিকস প্রতিযোগিতা।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রান্ড ফর গ্রুথ প্রকল্পের অর্থায়নে উপজেলা মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়গুলো হলো— হাজী আব্দুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দ শিশু কানন, ভাটি লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিনাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জামালগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র হাই স্কুল।
মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অংশ নেয়— আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ল্ড অ্যাথলেটিকস প্রকল্প পরিচালক মোঃ কিতাব আলী। সহকারী হিসেবে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিকস প্রশিক্ষক মোঃ আজহারুল ইসলাম। উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান এবং সমাজসেবক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান শেষে ২২ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং অংশগ্রহণকারী ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।