বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে পৃথক অভিযানে ২ আ. লীগ নেতা আটক

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে দিরাই থানা পুলিশ।

আটকরা হলেন, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (মোস্তফা মিয়া) এবং চরনারচর ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক বিকাশ বৈষ্ণব।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনভর পৃথক অভিযান পরিচালনা করে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো