সিলেটের গোয়াইনঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কালিনগর এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত নারীর নাম স্বপ্না বেগম (৩০)। তিনি ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই (নি.) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল কালিনগর এলাকায় অভিযান পরিচালনা করে স্বপ্না বেগমকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত স্বপ্না বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।