সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএনপি নেতা নিখোঁজ এম. ইলিয়াস আলীর পরিবার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ইলিয়াস আলীর ছোট ভাই সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী পরিবারের পক্ষ থেকে এই সমবেদনা জানান।
শোকবার্তায় আসকির আলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আজ পুরো জাতি নির্বাক, বাকরুদ্ধ ও স্তম্ভিত। তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন বরেণ্য নেতৃত্ব এবং তৃতীয় বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রিয় কণ্ঠস্বর। ‘গণতন্ত্রের মা’ ও মানবতার অভিভাবককে হারিয়ে আমরা আজ অভিভাবকহীন হয়ে পড়েছি। তাঁর মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।
বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনা করে তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আকুল প্রার্থনা জানাই— তিনি যেন পরম ক্ষমা ও দয়ায় আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আসকির আলী বলেন, এই শোকাবহ সময়ে আমরা জনাব তারেক রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাঁকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন। তিনি যেন শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ ও দেশের জনগণের সেবা করার তৌফিক পান।
তিনি আরও যোগ করেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না; তিনি ছিলেন কোটি মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক। তিনি এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে, চিন্তায় ও মননে চির অম্লান হয়ে থাকবেন। হে মহীয়সী নেত্রী, আপনি পরপারে শান্তিতে বিশ্রাম নিন।
পরিশেষে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।