সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে জকিগঞ্জ থানাধীন ৩নং কাজলসার ইউনিয়নের বালাউট গ্রামস্থ হেলিপ্যাড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে এই সাফল্য আসে। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার উত্তর নোয়াগ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে মতিউর রহমান ওরফে আতাউর রহমান ওরফে সুজন (৩৬) এবং উত্তরকুল (কাজিরপাড়া) গ্রামের আশুক মিয়ার ছেলে মাছুম আহমদ (৩৪)।
পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিক-নির্দেশনায় জকিগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা শাখা যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বালাউট হেলিপ্যাড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশি রেকর্ডে দেখা গেছে, গ্রেফতারকৃত মতিউর রহমান একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে সিলেটসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনসহ মোট ১৬টি মামলা বিচারাধীন রয়েছে। অপর আসামি মাছুম আহমদের বিরুদ্ধেও চুরি ও ডাকাতির ৫টি মামলা রয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আবদুর রাজ্জাক জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে দন্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা (মামলা নং-১৫, তারিখ-৩০/১২/২০২৫) দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।